Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শৌলজালিয়া ইউনিয়নের ভাষা ও সাংস্কৃতি

ভাষাগত ও ঐতিহ্যে স্বাতন্ত্রে বরিশালের আঞ্চলিক ভাষা মানুষের মনকে বিশেষ ভাবে আকর্ষন করে। এরই ধারাবহিকতায় কাঠালিয়া অধিবাসীরা এ আঞ্চলিক ভাষাতেই কথা বলে থাকেন। এ প্রসংগে পল্লী কবি জসীম উদ্দিনের ভাষায়ঃ

 

           তোমার বাপের লাঙ্গল-জোয়াল দুহাতে জড়ায়ে ধরি,

           তোমার মায়ে যে কতই কঁদিত সারাদিন মান ভরি।

           আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি,

           হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জ্বলে নাহি।

           গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কঁাদিত তোমার মা,

           চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গঁা।

 এছাড়াও এ অঞ্চলের অধিবাসীদের সংস্কৃতিতে জারি, সারি, ভাটিয়ালী, মুর্শিদী, লালনগীতি, পুথিপাঠ বিশেষ স্থান দখল করে নিয়েছে। যা বাংলার লোকজ সাহিত্যের প্রাণ।