ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারের হাট ঈদগাহ জামে মসজিদখানা নিয়মিত ইমাম, মুয়াজ্জিন ও নির্বাচিত কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসিতেছে। উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ ইমাম এবং শ্রেষ্ঠ কেন্দ্র। প্রতি বছর গড়ে ১০০ (একশত) জন ছাত্র-ছাত্রী পবিত্র কুরআন পাঠ শিখার সুযোগ নিয়ে বের হন। নিয়মিত গড়ে একশতর উপরে মুসুল্লী জামাতে নামাজ আদায় করেন। মাসে দুই বার দেশ-বিদেশের তবলিক জামাত বসেন। মসজিদ খানা এবাদতের জন্য উত্তম স্থান। মরহুম হাজ্বী হাবিবুর রহমান ( মন্টু ) মৃধা ১৯৮৩ সনে মসজিদ ও ঈদগাহ নির্মান করেন। সুনামের সহিত মুসুল্লীরা নামাজ আদায় করে আসিতেছেন।
বিঃ দ্রঃ বর্তমানে নির্মান কাজ চলিতেছে। যদি কোন দানশীল ব্যক্তি থাকেন নির্মান কাজে শরিক হয়ে আমাদের মসজিদে মুক্ত হস্তে দান করে মুসুল্লীদের এবাদত করার সুযোগ করে দিবেন।
সাহায্য পাঠাবার ঠিকানাঃ-
সেন্টারের হাট ঈদগাহ জামে মসজিদ
গ্রামঃ পশ্চিম শৌলজালিয়া, পোঃ শৌলজালিয়া,
উপজেলাঃ কাঠালিয়া, জেলাঃ ঝালকাঠি।
হিসাব নং-৪৫৫২
কৃষি ব্যাংক
কাঠালিয়া শাখা।
কাঠালিয়া, ঝালকাঠি।
পরিচালনায়ঃ-
মোবাইল নং- ০১৭১৬-৬৯৯৬১৯।
সৈয়দ মিজানুর রহমান ( বশির )
সাধারন সম্পাদক
মসজিদ কমিটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস